বরিশালে সিগারেট চুরির অপরাধে যুবককে গাছে বেঁধে নির্যাতন

|

পরে দশ হাজার টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার শর্তে এই যুবককে ছেড়ে দেয়া হয়।

বরিশালের হিজলায় খালি দোকান থেকে সিগারেট চুরির অপরাধে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার কাউনিয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, বিষয়টি জানার পরপরই বিকেলে ব্যবসায়ী সালাম সরদারকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

জানা গেছে, মুদি দোকানদার সালাম দোকান খুলে রেখে বাইরে যান। কেউ না থাকার সুযোগে দোকানে ঢুকে সিগারেট চুরি করে ওই যুবক। সিসিক্যামেরার ফুটেজে তা ধরা পড়ে। জিজ্ঞাসাবাদেও বিষয়টি সে এড়িয়ে গেলে গাছে বেধে চলে মারধর।

পরে দশ হাজার টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply