বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও ৭ হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৪০ হাজারের কাছাকাছি।

দৈনিক মৃত্যুর তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান এখনও শীর্ষে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ শতাধিক প্রাণ গেছে দেশটিতে। অন্যদিকে, ৭৮৯ জনের মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রাশিয়া। এছাড়াও, ব্রাজিল ও মেক্সিকোয় সাড়ে ৪শ মানুষের মৃত্যু হয় ভাইরাসের প্রকোপে।

অবশ্য সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষে ছিল প্রতিবেশী দেশ ভারত। প্রায় ৪১ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। রোববার (১ আগস্ট) দেশটিতে মারা গেছেন ৪২৪ জন। এদিন কিছুটা নিম্নমুখী ছিল যুক্তরাষ্ট্রের মৃত্যু ও শনাক্তের সংখ্যা। দেশটিতে মারা গেছেন ৬৪ জন আর করোনা পজেটিভ ২২ হাজারের কাছাকাছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply