চীনে বাবুর্চির কাজ করছে রোবট

|

চীনে বাবুর্চির কাজ করছে রোবট।

স্ক্রিনে দেখানো মেনু সিলেক্ট করে অর্ডার দিলে কিছুক্ষণের মধ্যেই মিলবে খাবার। তবে সেই খাবার কোন মানুষের হাতে তৈরি নয়। রান্না থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত পুরো কাজ করবে রোবট।

মানুষের তুলনায় ১০০ গুণ দ্রুত কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটি। রোবটটিতে সেট করে দেয়া হয়েছে স্মার্ট রান্নার ফিচার, স্মার্ট ওভেন এবং কৃত্রিম প্রোগ্রাম। প্রস্তুত করছে চিকেন, সবজি’সহ নানা পদ। যন্ত্রের মাধ্যমে রান্না করা খাবার বেশ নিরাপদ এবং সুস্বাদু। বলছেন রেস্তোরাঁ ব্যবসায়ী।

রেস্তোরাঁটির মালিক লুই ইয়ানশি জানান, বর্তমান সময়ে সব ব্যবসা বাণিজ্যই এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। এই রোবটটি রান্নার সব প্রক্রিয়া করতে সক্ষম। এই যন্ত্রের ব্যবহারে ফলে কাজের মান, এমনকি খাবারের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। এটি আগামীতে সব জায়গায় চালু হবে বলে বিশ্বাস।

ভোজনরসিকরাও বলছেন খাবারের স্বাদ এবং গুনগত মান সবই ঠিকঠাক। এক খাবারগ্রহীতা জানান, খাবারটি আমাদের মতো বয়স্কদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং নিরাপদ। সুস্বাদুও বটে।

রেস্তোরাঁ ব্যবসায়ী আরও জানান, ডিজিটাল কারেন্সির মাধ্যমে মুখ দেখিয়ে পরিশোধ করতে হবে খাবারের বিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply