নিলামে উঠছে ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের একটি টুকরো।
আগামী ১১ আগস্ট কেকের টুকরাটির নিলাম হওয়ার কথা রয়েছে। টুকরাটির ন্যূনতম দাম ২০০ পাউন্ড বা ২৭৮ ডলার থেকে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
১৯৮১ সালে তাদের জমকালো বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ব্রিটিশ রাজবাড়িতে ২৩টি কেকের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পাঁচ ফুট লম্বা সেন্টারপিস ফ্রুটকেক। জানা যায়, কেকের এই স্লাইসটি মোয়রা স্মিথকে দেওয়া হয়েছিল, তিনি রানির কর্মচারী ছিলেন। কেকটির উপর একটি লেবেলে লেখা ছিল, ‘হ্যান্ডেল উইথ কেয়ার – প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার বিবাহের কেক।’ মোয়রা, যথেষ্ট যত্ন সহকারে ২০০৮ সাল পর্যন্ত নিজের কাছে রেখে দেন।
তারপর একজন সংগ্রাহক এটি নিজের কাছে সংগ্রহ করেন এবং বর্তমানে নিলামকারীদের সঙ্গে গ্লোসেস্টারশায়ারের সিরেন্সেস্টারে ডোমিনিক উইন্টারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
ডমিনিক উইন্টারের বিশেষজ্ঞ ক্রিস অ্যালবারি বলেন, এটি খাওয়ার পরামর্শ তিনি দেবেন না, ৪০ বছর পরে এটি কতটা খাদ্যপযোগী সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন তিনি। এই কেক একটি কৌতূহলী এবং অনন্য স্মরণীয় ঘটনার সাক্ষী যা ডায়ানা এবং চার্লসের রাজকীয় বিবাহ উদযাপনের সঙ্গে আন্তরিক ভাবে জড়িত।
Leave a reply