টাঙ্গাইল প্রতিনিধি:
মা হারা একটি বিড়ালছানাকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখছে একটি কুকুর। বিরল এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। অবাক করা এ দৃশ্যটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করছেন ওই বাড়িতে।
পল্লী চিকিৎসক ও ওষুধ বিক্রেতা আশিষ চন্দ বর্মন জানান, সম্প্রতি একটি মা বিড়াল দুইটি ছানা প্রসব করার পর মারা যায়। কয়েকদিন পরেই দুধের অভাবে একটি বিড়ালছানাও মারা যায়। তবে বেঁচে থাকা বিড়াল ছানাটিকে দুধ খাওয়ানো শুরু করে একটি কুকুর। এভাবেই কুকুরটির স্নেহ আর দুধ পান করে ধীরে ধীরে বড় হচ্ছে ওই বিড়াল ছানাটি। তিনি বলেন, ওই কুকুর আর বিড়ালের ছানাটির মধ্যে খুব ভাব। তারা রীতিমতো একসাথে খেলা করে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=RkoY5GIezL8
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে আমার বিশ্বাস হয়নি। তবে নিজ চোখে দেখার পরে তিনি অবাক হয়েছেন।
এ ব্যাপারে সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল জানান, এটি খুবই
স্বাভাবিক বিষয়। একটি প্রাণির সাথে অন্য একটি প্রাণির ভালোবাসায় এটি হতেই পারে।
Leave a reply