কলম্বিয়ায় গহীন বনে একটি কোকেইন ল্যাবের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা রক্ষী বাহিনী। উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদকের কাঁচামাল।
মাদকবিরোধী অভিযানে জব্দকৃত মদকের মূল্য অন্তত তিন কোটি ডলার।
দেশটির কর্তৃপক্ষ জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে ৮’শ ৪৭ কেজি মাদক, ৮’শ ২৫ কেজি কাঁচামাল এবং আট হাজার ৪৪৯লিটার তরল মাদক। এ পরিমাণ কাঁচামাল থেকে অন্তত তিন মিলিয়ন ডোজ কোকেইন উৎপাদন করা সম্ভব ছিল।
কর্তৃপক্ষ আরও জানায়, জব্দকৃত মাদকগুলো ‘ফ্রানকো বেনাভিডেজ মোবাইল কলাম’ নামের একটি সশস্ত্র গ্রুপের।
এছাড়াও দুই টন মাদকসহ আরেকটি জাহাজ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। বলা হচ্ছে, এই মাদকগুলো আরেকটি সশস্ত্র বাহিনীর।
উল্লেখ্য, একসময় মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিলো কলম্বিয়া। এখনও বিশ্বের অন্যতম প্রধান কোকেইন উৎপাদক দেশ হিসেবে পরিচিতি রয়েছে দেশটির।
Leave a reply