বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ৩০০ টি ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান। এ সময়, রাজধানীর বিভিন্ন জায়গায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই হাজার ৪৭৪ টি ফ্ল্যাটও হস্তান্তর করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতে কাজ করে চলেছে সরকার।
সরকারপ্রধান বলেন, রাজধানীতে বস্তিবাসীদের জন্য আরও ভাড়াভিত্তিক প্রকল্প নেয়া হবে। এছাড়া যারা গ্রামে ফিরতে চাইবে, তাদেরও সহায়তা করবে সরকার। যাদের ভিটেমাটি আছে তাদের জন্য ঘর নির্মাণ, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্প নেয়া হবে।
/এস এন
Leave a reply