সন্ধ্যায় অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

|

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দলে নেই তামিম, মুশফিক ও লিটনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাই অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে তরুণ ও নবীন ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল, সেই সক্ষমতা প্রমাণের সুযোগ ডোমিঙ্গো শিষ্যদের সামনে।

বিপরীতে প্রতিপক্ষ বাংলাদেশ নয় অস্ট্রেলিয়ার ভাবনা জুড়ে শুধুই বিশ্বকাপ। তাই তো প্রথা ভেঙে ম্যাচের আগের দিন অধিনায়কত্ব পেয়েও নির্ভার ম্যাথু ওয়েড। সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও দলটির ফোকাস নিজেদের গুছিয়ে নেয়া।

এদিকে, গেলো মাসের শেষ দিকে জিম্বাবুয়েতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে লাল-সবুজরা। যা নতুন সিরিজের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply