অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভে অস্থিতিশীল লিথুয়ানিয়া

|

ছবি: সংগৃহীত

অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে লিথুয়ানিয়ায়। সোমবার, অবৈধ অভিবাসী আটক কেন্দ্রে শুরু হয় এ প্রতিবাদ।

ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশের ও মানবেতর পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি উন্নয়নের দাবি তাদের।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে বেলারুশ। কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ বলছে, অভিবাসীদের বেশির ভাগই অবৈধ পথে বেলারুশ হয়ে লিথুয়ানিয়ায় প্রবেশ করে।

মূলত উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতেই লিথুয়ানিয়া সীমান্তে প্রবেশ করে তারা। বেশির ভাগই ইরাকের নাগরিক।

এদিকে অভিবাসী প্রবেশ নিয়ে উত্তেজনা চলছে লিথুয়ানিয়া ও বেলারুশের। চলতি বছরে ৩ হাজার ৮’শ অবৈধ অভিবাসী প্রবেশ করেছে দেশটিতে। যাদের মৌলিক চাহিদা পূরণ দেশটির জন্য কষ্টসাধ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply