অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা গাড়ি চালানোয় অভিভাবকদের জেল

|

অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের গাড়ি চালাতে দেওয়ায় সাজা ভোগ করতে হয়েছে অভিভাবকদের। এই যাত্রায় এক দিনের এই সাজা ভোগ করেছেন ১০ জন কিশোরের অভিভাবক।

ভারতের দক্ষিণের শহর হায়দরাবাদে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো কমিয়ে আনার লক্ষ্যে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের সাজা দেওয়া হচ্ছে।

অভিভাবকরা বিবিসিকে জানিয়েছেন, অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে গাড়ি চালানোর অনুমতি দিলে অভিভাবককে দণ্ড ভোগ করতে হবে-এ ধরনের আইন সম্পর্কে তারা জানতেন না।

সাকিল আহমেদ নামের একজন অভিভাবক বলেন, “অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানোর আইন বিষয়ে আমি অবগত ছিলাম না। আমার ১৭ বছর বয়সী ছেলে পড়তে যাওয়ার জন্য তার বাইক নিয়ে বের হয়েছিল, এবং এ জন্য আমাদের জেলে পাঠিয়ে দেওয়া হলো।

পুলিশ জানিয়েছে, এ ধরনের একটি ঘটনায় গত মাসে ৩৫ জন অভিভাবককে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ভারতের সরকারি হিসাব অনুসারে, ২০১৬ সালে দেশটিতে দেড় লাখের বেশি লোক সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছিল।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply