২০১৬ সাল থেকে নিয়মিত মাদকসেবন করতেন পরীমণি: র‌্যাব

|

ছবি: সংগৃহীত

২০১৪ সালে চলচ্চিত্রে পদার্পণের পর থেকেই জীবনযাত্রা পাল্টে যেতে থাকে পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণির। ২০১৬ সাল থেকে নিয়মিত অ্যালকোহল সেবনে আসক্ত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এক ব্রিফিংয়ে পরীমণির সম্পর্কে এমন তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা থেকেই বাসায় মিনিবার গড়ে তোলেন পরীমণি। তবে নিজের চাহিদাই নয়, তার মিনিবারে প্রায় সময় বিভিন্ন পার্টির আয়োজন চলতো।
পরীমণিকে প্রযোজক নজরুল ইসলাম রাজ নিয়মিত মদসহ বিভিন্ন মাদক সরবরাহ করতেন। আর রাজের নেতৃত্বে শুধু পরীমণির বাসাতেই নয়, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন হতো। এসব পার্টিতে বিত্তবানদের ডেকে নিয়ে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে চলতো তাদের অর্থ উপার্জন।

খন্দকার আল মঈন বলেন, পরীমণির বারের পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতো। তাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতো। পার্টিতে অংশগ্রহণকারীদের নিয়ে মাঝে মাঝে বিদেশে প্লেজার ট্রিপও দেয়া হতো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply