বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ‘লালিবেলা’ শহরটি বিদ্রোহীদের দখলে

|

বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা 'লালিবেলা' শহরটি বিদ্রোহীদের দখলে

ছবি: সংগৃহীত

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা- ইথিওপিয়ান শহর ‘লালিবেলা’ দখলে নিলো বিদ্রোহীরা। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।

পাথরের তৈরি ১৩ শতাব্দির গির্জার জন্য বিখ্যাত এ শহর। যা, লাখো অর্থডক্স খ্রিস্টানের তীর্থস্থান হিসেবে পরিচিত। বিদ্রোহীরা নগরীটি ঘেরাও করার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যান স্থানীয়রা।

এরইমাঝে প্রতিবেশী দুই শহর- আমহারা ও আফার থেকে পালিয়েছেন কমপক্ষে ৩ লাখ মানুষ।

তবে লালিবেলা’র ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে সবাই চিন্তিত। সেখানে ১১টি মধ্যযুগীয় শিলাপ্রস্তর রয়েছে; যাতে আঁকা রয়েছে সেসময়ের বিভিন্ন চিত্রকর্ম। ইউনেস্কো ১৯৭৮ সালে, বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় এ শহরকে।

গেলো বছর নভেম্বর থেকে, টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সাথে চলছে সরকারি বাহিনীর সংঘাত। যাতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply