ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন, টাঙ্গাইলের ২ জন, জামালপুরের ২ ও গাজীপুরের একজন।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১জন ও শেরপুরের একজন।
ডা. মহিউদ্দিন আরও জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আইসিইউতে রয়েছে ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দফতর।
Leave a reply