বিপর্যয়ে বাংলাদেশ

|

হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হচ্ছেন সাকিব আল হাসান।

হাতে উইকেট রেখে স্লগ ওভারে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছিল টাইগাররা। কিন্তু ইনিংসের মাঝপথেই টপ ও মিডল অর্ডার প্যাভিলিয়নে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেট হারিয়ে ৫৯।

এই সিরিজে চূড়ান্ত ব্যর্থ সৌম্য সরকার আজ ইঙ্গিত দিয়েছিলেন ফর্মে ফেরার। অ্যাস্টন টার্নারকে মাথার উপর দিয়ে মারা লফটেড শটে ওভার বাউন্ডার মারার পরের ওভারেই হ্যাজলউডের বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। খারাপ ফর্ম টেনে নিয়ে ১০ বলে ৮ রান করেন তিনি।

সাকিব আল হাসান আজ তার ইনিংসের শুরু থেকেই টাইমিং করতে স্বচ্ছন্দ ছিলেন না। ২৬ বলে ১৫ রান করে হ্যাজলউডের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর ফেরেন গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অধিনায়পক মাহমুদউল্লাহ। রানের খাতা খোলার আগেই এই ম্যাচে দলে আসা সুয়েপসনের বলে এলবিডব্লিউ হন তিনি। ঠিক পরের বলেই সুয়েপসনের বলে নুরুল হাসান সোহান একইভাবে আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ।

একপ্রান্তে রয়ে গেছেন ওপেনার নাইম শেখ। ৩২ বলে ২৭ রান করে অপরাজিত আছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply