করোনায় ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের প্রাণহানি

|

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬১ জনের প্রাণহানি হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এটি। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২২ হাজার ৪১১ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৫.৬৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৪১ জনের মধ্যে পুরুষ ১৫২ আর নারী ১০৯ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬৮২জন, খুলনায় ৪৫ জন, রংপুরে ১৫ জন, রাজশাহীতে ৮ জন, ময়মনিংহে ১৬ জন, বরিশালে ১২ ও সিলেটে ৭ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply