পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অজিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সিরিজের গতি প্রকৃতি অনুসারে, স্লো উইকেটের বিচারেও বোলারদের লড়াই করার জন্য খুব একটা ভালো পুঁজি দিতে পারলো না টাইগার ব্যাটাররা।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাশুল গুনেছে বাংলাদেশ। মূল ধসটা নামিয়েছেন আজই দলে আসা লেগ স্পিনার মিচেল সুয়েপসন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন নাইম, মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহানের উইকেট। এছাড়া অ্যান্ড্রু টাইও ১৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর পুরো সিরিজেই ভালো বল করা হ্যাজলউড ২২ রানে নেন ২ উইকেট।
ম্যাচের একটা মুহূর্তে ১০০ রানকেও বেশ দূরেরই মনে হচ্ছিল। কিন্তু মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের কার্যকর ইনিংসে তিন অঙ্ক পেরিয়ে যায় টাইগাররা। এছাড়া আফিফ এদিনই বেশ ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৭ বলে ২০ রান করা এই তরুণ অ্যাগারের বলে আউট হলে বড় সংগ্রহের আশা ফিকে হতে শুরু করে। ওপেনার নাইম শেখ করেছেন ইনিংস সর্বোচ্চ ২৭ রান।
Leave a reply