যুক্তরাষ্ট্রে আবার ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। টানা ৫ দিন লাখের ওপর কোভিড রোগী শনাক্ত হলো দেশটিতে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে প্রশাসনের দাবি।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ফ্লোরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজিয়ানা, আলাবামা ও মিসিসিপি স্টেটে। ফ্লোরিডায় শিশুদের মধ্যেও বেড়েছে সংক্রমণ।
মাঝে টানা ছয় মাস নতুন সংক্রমণ অনেক কমে আসলেও চলতি মাসের ১ তারিখে ২৩ হাজারের মতো সংক্রমিত শনাক্ত হয় দেশটিতে। শুক্রবার (৬ আগস্ট) সেই সংখ্যা ৬ গুণ বেড়ে ১ লাখ ৩০ হাজারের মতো মানুষের দেহে মেলে ভাইরাস। দেশটিকে মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। এদিন ৭৩৬ জনের প্রাণ গেছে দেশটিতে।
এ পরিস্থিতিতে নতুন করে মাস্ক নিয়ে কড়াকড়ি জারি হয়েছে বিভিন্ন রাজ্যে।
Leave a reply