নেত্রকোনা প্রতিনিধি
ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাত সোয়া আটটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়ক থেকে নেত্রকোণাবাসীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সাইফুল্লাহ ইমরানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামন চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, উদীচী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সানওয়ার হোসেন ভূইয়া, শিকর উন্নয়ন কর্মসূচি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজের প্রভাষক এসএম মইনুল কাদের দারা, কবি স্বপন পাল, জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, সচেতন নাগরিক সমাজের সভাপতি দেব শংকর রায় দেবু, কবি এনামূল হক পলাশ, ছড়াকার সঞ্জয় সরকার, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি কবি আনিসুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহসম্পাদক মো. আলমগীর,দৈনিক বাংলার নেত্র পত্রিকার বার্তা সম্পাদক তোফাইল ইসলাম শাহীন, চ্যানেল টোয়েনটি ফোরের জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশসহ জেলার বিভিন্ন স্তরের লোকজন।
এসময় বক্তারা, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এ ঘটনায় শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার জানান, হামলার নিন্দা জানাই। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমরা যদি সচেতন না হই তাহলে এ ধরণের হামলা হতেই থাকবে। সবাইকে সচেতন হয়ে এ ধরণের ঘটনার নিন্দা ও প্রতিবাদী হওয়ার আহবান জানান তিনি।
Leave a reply