বগুড়া ব্যুরো
হাজারো মোমের শিখা জ্বালিয়ে মানবতার পাশে থাকার প্রত্যয় নিয়ে বগুড়ায় শেষ হলো যুব রেডক্রিসেন্ট আঞ্চলিক ক্যাম্প। শনিবার রাতে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিভিন্ন বয়সী সেচ্ছাসবেকদের চারদিনের এই ক্যাম্প।
শহরের টিএমএসএস স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানের শুরুতে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়। সেই আগুন থেকে একে একে পুরো মাঠে জ্বলে ওঠে হাজারোর মোমের শিখা!। এরপর কথা আর গানে গত কয়েক শতাব্দীর অমানবিক আচরণের প্রসঙ্গ আসে, আসে আগুনের শিখায় সবসময় মানবতার পাশে থাকার প্রত্যয়ও।
যুব রেড ক্রিসেন্টের চারদিনের এই ক্যাম্পে এই অঞ্চলের অন্তত ২৫টি জেলার প্রায় ৬শ জন অংশগ্রহণ করেন। যাদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রাক্তন সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার।
Leave a reply