দেশের ব্যান্ড মিউজিকের অন্যতম তারকা সাইদুস খালেদ সুমন দেশে ফিরেছেন। দীর্ঘ ৫ মাস দেশের বাইরে চিকিৎসা গ্রহণের পর গত ৬ আগস্ট দেশে ফেরেন বেজবাবা খ্যাত এই সংগীতশিল্পী। খবরটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সুমন লিখেছেন, “অবশেষে ৫ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় ধরে আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি। আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। পুরো পৃথিবী এখন একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন ভ্যাক্সিন টা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।”
এনএনআর/
Leave a reply