গার্মেন্টস ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা ও সংঘবদ্ধ গাড়ি প্রতারক চক্রের মূলহোতাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। গ্রেফতার অভিযানে ৭টি গাড়ি উদ্ধার করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, ৪ মাসে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। গার্মেন্টস দেখিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাড়া নেয় আব্দুল কাইয়ুম ছোটন নামের সেই প্রতারক। ভাড়া নেবার পর সে গাড়িগুলো বিক্রি করে দেয়। প্রতিটি গাড়ি বাজারমূল্য থেকে অনেক কম দামে বিক্রি করতো চক্রটি।
সিআইডি বলছে, বিশ্বাস অর্জনের জন্য ছোটন গার্মেন্টসকে ব্যবহার করতেন। গার্মেন্টসের সব যন্ত্রাংশও এনেছিলেন ভাড়ায়। ২১০ জন শ্রমিকও নিয়োগ দিয়েছিলেন ছোটন।
Leave a reply