আমলা নির্ভরতার কারণেই করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

আমলা নির্ভরতার কারণেই করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। শুরু থেকে বিএনপির পক্ষ থেকে করোনা মোকাবিলায় যেসব সুপারিশ করা হয়েছে তা আমলে নেয়নি সরকার। দলীয়করণ আর দুর্নীতির কারণে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন বলেন, সব ক্ষেত্রেই লুটপাটকে গুরুত্ব দিচ্ছে সরকার। বিভিন্ন সময়ে অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply