মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৯ আগস্ট) সকালে সড়ক ও জনপথ অধিদফতরে দুটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ভাড়া বর্ধিত নয়, গণপরিবহন চলাচলে করোনা পূর্ববর্তীকালে যে ভাড়া ছিল সে ভাড়ায় চলবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চলাচলের আগে গাড়ি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে হবে। একইসাথে যাত্রীদেরও শতভাগ মাস্ক পরার আহ্বান জানান তিনি।
জনগণের প্রতি বিএনপির যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকতো তাহলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা বন্ধ করে মানুষের পাশে দাঁড়াতো উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, অব্যাহত মিথ্যাচার আর জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনরোষের স্বীকার হওয়ার আশঙ্কা থেকেই নিরাপদ দূরত্বে অবস্থান করছে বিএনপি।
অকপটে সত্য উচ্চারণের সাহস রাজনৈতিক দলের থাকতে হয় কিন্তু বিএনপি অব্যাহত মিথ্যাচার চর্চায় সেটিও হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ইউএইচ/
Leave a reply