পদ্মা সেতুতে ফেরি ধাক্কা লাগার ঘটনায় জিডি

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতুর ১০নং পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগার ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

সোমবার (৯ আগস্ট) রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বাদী হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল কবির জানান, দুর্ঘটনার পর রাতেই লৌহজং থানায় জিডিটি করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী। অভিযোগের বিষয়ে নৌ পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থ গাড়িগুলো সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হচ্ছে।

গতকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে আসার সময় নদীর মাওয়া প্রান্তে ১০নং পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে দুইটি প্রাইভেটকারের উপর পড়লে গাড়ি দুইটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ফেরিতে ফাটল ফাটল ধরে পানি উঠতে থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনোমতে শিমুলিয়া ২নং ফেরিঘাটে এসে নোঙর করে ফেরিটি। এতে অল্পের জন্য রক্ষা পান ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচ জন যাত্রী আহত হয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply