আদালত থেকে বের করার সময় চিত্রনায়িকা পরীমণি চিৎকার করে বলেছেন, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। মাদকদ্রব্য আইনে করা মামলায় আজ পরীমণিকে আরও ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানিকালে আদালতে কাঁদতে দেখা যায় পরীমণিকে।
আরও পড়ুন: পরীমণি-রাজরা ফের রিমান্ডে
পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, কীভাবে চলচ্চিত্র অঙ্গনে এসেছেন, এসব কথা বলায় তিনি আদালতে আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছেন। তার বিরুদ্ধে যে অমানবিক নির্যাতন হচ্ছে সেটিও তিনি বলেছেন। পরীমণি বলেছেন ন্যায় বিচারের জন্য মানুষ যেন তাকে দেখে।
আরও পড়ুন: একই পোশাকে পরীমণি, আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য
তিনি বলেন, পরীমণিকে কাপড়-চোপড় দেয়ার জন্য আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সেই অনুমতি দেয়া হয়নি। পরীমণি এক কাপড়ে আছেন বলে আমাদের জানিয়েছেন।
এর আগে ৫ আগস্ট পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পরীমণির চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় পরীমণিকে।
ইউএইচ/
Leave a reply