কার্যাদেশে স্বাক্ষর না করায় পৌর মেয়রের কক্ষে হানা

|

বগুড়া ব্যুরো

কার্যাদেশে স্বাক্ষর করতে বিলম্ব করার অভিযোগে বগুড়া পৌরসভার মেয়রের কক্ষে হানা দিয়েছেন একজন ঠিকাদার। রোববার সকালে পৌরভবনে এই ঘটনা ঘটে।

পৌর মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা আমির হোসেন যমুনা নিউজকে জানান, সকাল ৯টার দিকে ঠিকাদার আবদুল মান্নান আকন্দ মেয়র একেএম মাহবুবর রহমানের কক্ষে ঢুকে তার খোঁজ করেন এবং তিনি কেনো এখনো কার্যাদেশে স্বাক্ষর করেন নি তা জানতে চান। এসময় পৌরসভার কর্মকর্তারা তাকে জানান, মেয়র ঢাকায় রয়েছেন। এসময় ক্ষিপ্ত হয়ে তিনি কক্ষের দরজায় লাথি দেন। পরে পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার আবদুল মান্নান আকন্দ যমুনা নিউজকে জানান, সম্প্রতি তিনি পৌরসভার ১৭টি দরপত্রের কার্যাদেশের জন্য বিবেচিত হন। দরপত্রের প্রক্রিয়া শেষ হয়ে যাবার পর ১৭ দিন পেরিয়ে গেলেও সেসব কাজের দাফতরিক চিঠিতে এখনো স্বাক্ষর করেননি মেয়র। অথচ সেসব কাজের জন্য শ্রমিক নিয়োগ করে ফেলেছেন তিনি অনেক আগেই। তিনি বলেন, ‘বিষয়টি কথা বলতে মেয়রের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি ছিলেন না তাই চলে এসেছি।‘ মেয়রের কক্ষে কোনো ভাঙচুরের ঘটনা ঘটাননি বলেও দাবি করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply