সেনাপ্রধানকে বরখাস্ত করলো আফগান সরকার

|

আফগানিস্তানের সদ্য সাবেক সেনা প্রধান, ওয়ালি মোহাম্মদ আহমেদজাই। ছবি: সংগৃহীত

চলমান অস্থিরতার মধ্যে সেনাপ্রধানকে বরখাস্ত করলো আফগানিস্তানের সরকার। বুধবার এক ঘোষণায় জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমেদজাইকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।

তার স্থলে সেনাবাহিনীর দায়িত্ব পাচ্ছেন আফগান বিশেষ বাহিনীর কমান্ডার হিবাতুল্লাহ আলিজাই। দেশজুড়ে তালেবান মোকাবেলাই হবে তার মূল চ্যালেঞ্জ।

গত জুনে দেশের সেনাপ্রধান হিসেবে আহমেদজাইকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গেলো কিছুদিন ধরে তালেবান অগ্রযাত্রার মুখে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা। গোষ্ঠীটি একের পর এলাকা দখলে নিলেও, কোনো যুদ্ধক্ষেত্রে ছিল না সেনাপ্রধানের প্রভাব। এ

মন পরিস্থিতিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত জানায় কাবুল প্রশাসন। গত এক মাসে ১ হাজারের বেশি বেসামরিক প্রাণহানি হয়েছে দেশটিতে। নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply