ফরিদপুরে উদ্ধার হওয়া কুমিরটি বঙ্গবন্ধু সাফারি পার্কে নিবিড় পর্যবেক্ষণে

|

ফরিদপুরে জলাধার থেকে উদ্ধার করা কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ফরিদপুরে জলাধার থেকে উদ্ধার করা কুমিরটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জলাধার থেকে ডাঙ্গায় তোলার সময় আঘাত লেগে মিঠাপানির বিপন্ন প্রজাতির কুমিরটির বাম চোখ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এছাড়া পিঠ ও লেজেও গুরুতর আঘাত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ফরিদপুর সদরের মোল্লারডাঙ্গী গ্রামে একটি জলাধারে কুমিরটিকে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে জলাশয়ে না নামার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয়। সোমবার (৯ আগস্ট) কুমিরটিকে ধরে ডাঙ্গায় নিয়ে আসে স্থানীয়রা। পরে পাঠানো হয় গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply