আফগানিস্তানে অবস্থানরত কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা ও ব্রিটেন

|

তালেবানের তৎপরতা দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে ব্রিটিশ ও আমেরিকান কর্মকর্তাদের।

আফগানিস্তানের পরিস্থিতি ঘোলাটে হয়ে আসায়, সেখানকার দূতাবাস থেকে কর্মকর্তাদের নিজ-নিজ দেশে ফিরিয়ে আনতে এখন ব্যস্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। চলছে নানাবিধ কূটনৈতিক প্রক্রিয়া।

গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানো হয়েছে। চালু করা হয়েছে বিশেষ ফ্লাইটও। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এখনও মার্কিন নাগরিকদের উদ্ধার তৎপরতা। দুটি মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন এ কাজে সহযোগিতা করবে।

এছাড়াও, আফগান দোভাষীদের ভিসা প্রসেসিং এবং তাদেরকে আফগানিস্তান থেকে সরানোর জন্য কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন বিমান বাহিনীর ১ হাজার সদস্য। কিরবি জানান, আফগানিস্তানে যেকোন সহযোগীতা দিতে কুয়েতে প্রস্তুত রয়েছে ৪ হাজারের বেশি মার্কিন সেনা।

এদিকে, আফগানিস্তানে কর্মরত নাগরিকদের উদ্ধার এবং দেশে ফেরানোর জন্য ৬০০ সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply