রাজশাহীতে চাচাকে কুপিয়ে হত্যা

|

ছবি: প্রতীকী

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা মতিউর রহমান মতির মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ঝাউবোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝাউবোনা গ্রামের জলিল মন্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। খলিল পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ ভাটোয়ারা না করে একাই ভোগ দখল করে আসছিলেন। আজ এনিয়ে কথা বলতে গেলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খলিলের ছেলে তোতা মিয়া হাঁসুয়া দিয়ে চাচা মতিউর ও ভাই ইনছান আলীকে কোপায়। এতে ঘটনাস্থলেই মতিউর রহমানের মৃত্যু হয়। আহত অবস্থায় তোতা মিয়া, খলিলুর রহমান, আলী, ইনছান আলী ও কামরুল ইসলামকে উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply