বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা, ফিরেছেন আলভেস

|

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা। ছবি: সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাওদের অলিম্পিক স্বর্ণ জেতানোর পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন রাইট ব্যাক দানি আলভেস।

২ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে। এর তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। আর ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। জেনিত সেন্ট পিটার্সবার্গের ক্লাওদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের রাফিনিয়া। দলে আছেন নেইমার, হেসুস, ফিরমিনো, ক্যাসেমিরো, অ্যালিসনের মতো তারকারা।

টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতা দলের ৬ জনকে স্কোয়ার্ডে রেখেছেন তিতে। জায়গা হারিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ডিফেন্ডার এমারসন, ফেলিপে ও রেনান লোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply