দেশ ছেড়ে তাজিকিস্তানের পথে আশরাফ ঘানি

|

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান প্রবেশের খবরে আতঙ্ক বিরাজ করছে গোটা শহরে। সরকারি কর্মকর্তা ছাড়াও সাধারণ মানুষ ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করেছে।

কাবুলের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার খবর, ইতোমধ্যে আফগানিস্তানের শীর্ষ রাজনীতিকদের একটি দল পাকিস্তানে পৌঁছে গিয়েছে। সেই দলে রয়েছে আফগান পার্লামেন্টের স্পিকার মীর রহমান রহমানি, সালাহ-উদ্দিন-রব্বানি, মহম্মদ ইউনুস কনুনি, মহম্মদ করিম খালিলি, আহমেদ জিয়া মাসুদ, ওয়ালি মাসুদ, আব্দুল লতিফ পেদ্রাম এবং খালিদ নূর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply