তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পাশের দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। দিনভর নানা নাটকীয়তার পর এলো এই খবর।
আশরাফ ঘানির পলায়নের মাধ্যমে আফগানিস্তান কার্যত তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলো। জিহাদিরা এরই মধ্যে রাজধানীতে ঢুকে পড়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেয়ারও দাবি করছে তারা।
তারা বলছে, জনবহুল কাবুলে লড়াই চায় না তালেবান। অবিলম্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান। তাদের অবিশ্বাস্য দ্রুততায় আতঙ্ক ছড়িয়েছে কাবুলের মানুষের মধ্যে।
তবে তালেবান মুখপাত্র শহরবাসীকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন, প্রতিশোধ নেয়া হবে না কারও বিরুদ্ধে। দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহও। ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সমঝোতার জন্য তালেবানের কাছে সময় চেয়েছেন তিনি। চলমান পরিস্থিতিতে দেশ ছাড়ায় আশরাফ ঘানির সমালোচনাও করেন তিনি।
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, কাবুলবাসীর জন্য সত্যিই আজ কঠিন একটি দিন। দেশকে এমন পরিস্থিতির মধ্যে রেখেই সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি চলে গেছেন। সৃষ্টিকর্তা এবং আফগানিস্তানের সাধারণ মানুষ তার এমন আচরণের বিচার করবেন। আমি দেশের মানুষকে এখন শান্ত থাকার অনুরোধ করবো। আর তালেবানকে বলবো আলোচনার জন্য আমাদের একটু সময় দিন।
Leave a reply