আফগানিস্তানের রাজধানী তালেবানের দখলে যাবার পরপরই দেশটির প্রেসিডেন্ট দেশত্যাগ করে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। প্রেসিডেন্টের দেশত্যাগে তার সরকারি বাসভবন ‘আর্গ’ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। বিবিসির একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) রাজধানীতে দখল প্রতিষ্ঠার পর ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট ভবনে সরকারের সঙ্গে আলোচনায় বসে তালেবান প্রতিনিধিরা। আলোচনা অনুযায়ী প্রেসিডেন্ট ভবনে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থি থাকার কথা জানিয়েছিলেন ঘানি। তবে প্রতিশ্রুতি ভেঙেই তিনি বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ দেশ ছেড়ে পালিয়েছেন।
বিবিসির খবরে জানানো হয়েছে, ঘানি চলে যাওয়ার পর ভবনের কর্মীদের সেখান থেকে চলে যেতে বলা হয়। মূলত ভবনটি তখন খালি ছিল।
অবশ্য প্রেসিডেন্ট ভবন দখলের ঘটনাটি এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।
Leave a reply