আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল আসছে বাংলাদেশে

|

আফগানিস্তানের ক্ষমতার পালাবদল চলছে। পুরো দেশে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান। তবে এতে আটকাবে না আফগান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৫টি ওয়ানডে ও একটি ৪ দিনের ম্যাচ খেলবে আফগান যুবারা।

আগামী ৩১ আগস্ট ঢাকা আসার কথা আফগান যুবাদের। এ সফরে ৫টি ওয়ানডে ও ১টি ৪ দিনের ম্যাচ খেলার কথা বাংলাদেশ ও আফগান যুবাদের। এজন্য অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পও ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন বাংলাদেশের ক্রিকেটাররা কোভিড প্রটৌকলে আছেন বিসিবি’র একাডেমি ভবনে। চলতি বছরের জানুয়ারিতে এই সিরিজ খেলার কথা ছিলো ভারতে। কিন্তু কোভিডের কারণে জানুয়ারিতে স্থগিত করা হয় এ সিরিজ। এবার আবারো অনিশ্চয়তা দেখা দিয়েছে তালেবানদের আফগানিস্তান দখলে। তবে দেশটির ক্রিকেটের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবেনা তালেবান, এমন ঘোষণায় আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড। ফলে যথা সময়ে বাংলাদেশ সফরে আসার কথা বিসিবিকে জানিয়েছেন তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply