যে হাসপাতাল নামে আছে কাজে নেই

|

চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতাল এখন অনেকটাই পরিত্যক্ত। নেই কোনো রোগী এমনকি নেই চিকিৎসকও। জরাজীর্ণ অবকাঠামো, সব সরঞ্জাম অকেজো। অন্যদিকে নিজেদের হাসপাতাল অচল রেখে ঠিক তার পাশে, বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে চায় রেল কর্তৃপক্ষ।

হাসপাতালের একটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দেয়াল চুয়ে পড়ছে পানি, পুরো মেঝে স্যাঁতস্যাঁতে, বেশিরভাগ শয্যা ভাঙা। আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম তো নেই-ই! জেনারেল এবং বক্ষব্যাধি মিলিয়ে ১৬০ শয্যার এই হাসপাতালটিতে সারি সারি শয্যা পাতা থাকলেও হাসপাতালটিতে গিয়ে দেখা মেলেনি কোনো চিকিৎসক, নার্স বা ফার্মাসিস্টের। তিনজন পরিচ্ছন্নতা কর্মীর দেখা মিললেও, নিচের আউটডোর জনশূন্য। তাই তালা লাগিয়ে দারোয়ানও লাপাত্তা।

চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত এই রেলওয়ে হাসপাতালে ১৩ জন চিকিৎসক পদের বিপরীতে আছেন দুজন, ৯ জন ফার্মসিস্টের মধ্যে আছেন মাত্র ১ জন। সিনিয়র স্টাফ নার্সের ৬টি পদই খালি। অথচ নিজেদের এই হাসপাতালটি পরিত্যক্ত ফেলে রেখে, ঠিক তার পাশেই একটি বেসরকারি হাসপাতাল করতে চায় রেল কর্তৃপক্ষ। যার প্রতিবাদে এখন উত্তাল চট্টগ্রাম।

তবে এ নিয়ে কিছু বলতে নারাজ পূর্বাঞ্চল রেল কর্তপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply