আশরাফুলের পর জো রুট: এক ইনিংসে দুবার হ্যাটট্রিক বল খেলার রেকর্ড

|

আশরাফুলের রেকর্ডে ভাগ বসালেন জো রুট। ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে কেবল ম্যাচেই রাখেননি ইংলিশ অধিনায়ক জো রুট, করেছেন বেশ দুর্লভ একটি রেকর্ড। এক ইনিংসে দুবার হ্যাটট্রিক বল খেলার রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের পর এখন একমাত্র রুটেরই আছে।

লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের টানা দুই বলে ডম সিবলি ও হাসিব হামিদ আউট হলে হ্যাটট্রিক বলে মুখোমুখি হন জো রুট। সিরাজকে হ্যাটট্রিক বঞ্চিতও করেন তিনি।

ইনিংসের ১৫ তম ওভারের এই ঘটনার পর ১১১ তম ওভারের শেষ দুই বলে ভারতীয় পেসার ইশান্ত শর্মা ফেরান মইন আলি ও স্যাম কারেনকে। ইশান্ত তার পরের ওভারে বোলিংয়ে আসলে তার মুখোমুখি হন জো রুট। এবার ইশান্তকেও হ্যাটট্রিক বঞ্চিত করেন রুট।

জো রুটের আগে এই রেকর্ড কেবল বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুলেরই আছে বলে জানা গেছে। ২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্টে ৬০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলার পথে ইরফান পাঠানকেই দুবার হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন অ্যাশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply