পাঁচবার ব্যর্থ ‘রাখাল বালক’ ষষ্ঠবারের চেষ্টায় প্রেসিডেন্ট!

|

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাঁচ বার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠবারের চেষ্টায় সফল হলেন ‘রাখাল বালক’। ছবি: সংগৃহীত

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচবার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠবারের চেষ্টায় সফল হলেন ‘রাখাল বালক’। রাখাল বালক খ্যাত জাম্বিয়ার ধনকুবের হাকাইন্দে হিচিলমা প্রায় ১০ লাখের বেশি ভোটে পেয়ে নির্বাচনে পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বীকে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা যায়, ৫৯ বছর বয়সী হাকাইন্দে হিচিলমা জাম্বিয়ার অন্যতম শীর্ষ ধনী হওয়ার আগে কিশোর বয়সে পরিবারে গৃহপালিত পশু পালন করেছেন। সেজন্য তিনি নিজেকে এক সাধারণ ‘রাখাল বালক’ হিসেবে পরিচয় দেন।

ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএনএনডি)-এর নেতা এবং জাম্বিয়ার নির্বাচিত এ প্রেসিডেন্ট ‘এইচএইচ’ নামে পরিচিত।

ইউনিভার্সিটি অব জাম্বিয়ায় শিক্ষাবৃত্তি পেয়েছিলেন হাকাইন্দে। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে স্নাতক এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি অর্জন করেন অঢেল সম্পদ।

নির্বাচনে জয়লাভের পর এ ধনকুবের ভোটারদের উদ্দেশে বলেন, উচ্চ বেকারত্ব রয়েছে এমন দেশের জনগণের তার মতো একজন সফল ব্যবসায়ী নেতা দরকার। কারণ তিনি জানেন কীভাবে অর্থনীতি সচল করা যায়। একই সঙ্গে হাকাইন্দে কৃষকদেরও মন জয় করার চেষ্টা চালিয়েছেন। তিনি কৃষকদের উদ্দেশে বলেছেন, অত্র অঞ্চলের খাদ্যের ঝুড়ি হবে জাম্বিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply