স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে পরাজিত হলেও বোলারদের নিয়ে গর্বিত পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিস। লো স্কোরিং টেস্টেও সব সময়ই পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখার জন্য বোলিং ইউনিটের লড়াইকে বড় করে দেখছেন পাকিস্তানের এই পেস কিংবদন্তি।
সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম রোমাঞ্চকর টেস্ট পরিণতি দেখিয়েছে স্যাবাইনা পার্ক। টেস্ট ইতিহাসেই মাত্র ১৫ তম বারের মতো ১ উইকেটের জয় এসেছে এখানে। সফরকারী পাকিস্তান ম্যাচে দারুণ কিছু ক্যাচ ধরতে সমর্থ হলেও ফেলেছে বেশ কিছু সহজ সুযোগ। এর মাঝে শেষ সেশনেই আছে তিনটি ক্যাচ, যার মাঝে দুটি সুযোগ দিয়েছিলেন পরবর্তীতে ম্যাচ জয়ের নায়ক বনে যাওয়া কেমার রোচ।
টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের কথা বলতে গেলে আসবে এই ম্যাচের কথা, ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন ওয়াকার। তিনি আরও বলেন, ম্যাচটি জেতা প্রয়োজন ছিল আমাদের জন্য। তবে এটাই ক্রিকেট। এখানে কেউ হারে এবং কেউ জেতে। ক্যাচ মিসের বড় খেসারত দিতে হয়েছে আমাদের।
ওয়াকার এরপর বোলারদের নিয়ে বলেন, সার্বিক বিচারে বোলাররাই আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল। খুব ছোট টার্গেট দেয়ার পরও বোলাররা সাড়া দিয়েছে দারুণভাবে। এক পর্যায়ে তো ১১৪ রানেই উইন্ডিজের ৭ উইকেট ফেলে দিয়েছিল। কিন্তু এরপর আরও তিনটি সুযোগ আসে। সেগুলো দু’হাত ভরে নিতে না পারলে তো কোনো কাজে লাগবে না। বোলাররা চেষ্টা করে গেছে, উইকেট নিয়েছে প্রয়োজনীয় মুহূর্তে। তাই বোলিং ইউনিট নিয়ে আমি সত্যিই গর্বিত।
Leave a reply