আফগানিস্তান ইস্যুতে পাক প্রধানমন্ত্রীকে ২ বিশ্বনেতার ফোন

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

মঙ্গলবার (১৭ আগস্ট) ইমরানকে ফোন করে তারা তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর।

খবরে বলা হয়, বরিস জনসন ও অ্যাঞ্জেলা মেরকেলের সাথে ফোনালাপে পাকিস্তানসহ পুরো এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর ইমরান খান সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। এজন্য পাকিস্তান সব আফগান নেতার সাথে যোগাযোগ রাখছে।

আফগানিস্তানের জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ইমরান খানের সাথে একমত পোষণ করে আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সাথে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply