স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন বিতরণ অনুষ্ঠানে হামলা, সাংবাদিকসহ আহত অন্তত ২০

|

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন বিতরণ অনুষ্ঠানে হামলা।

নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে যমুনা টিভি এবং চ্যানেল আইয়ের গাড়ি ও ক্যামেরা।

হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডের পাশে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। কেড়ে নেয়া হয় সিলিন্ডার-মাস্ক। সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আইয়ের সাংবাদিকের ওপর হামলা চালায় তারা। ভাঙচুর করা হয় ক্যামেরা। সেই ছবি তোলার সময় হামলা হয় যমুনা টিভির ক্যামেরাপারসন ইসমাইল হোসাইনের ওপর। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, সেখানেও ইসমাইলের ওপর হামলা হয়।

এ সময় যমুনা টিভির ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তারা। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply