লাল কার্ড দেখে আর্জেন্টিনার হয়ে অভিষেকের ১৬ বছর পূর্ণ মেসির

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সি গায়ে ১৬ বছর পাড়ি দিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে আকাশি নীল জার্সিতে অভিষেক হয়েছিল হালের সবচাইতে প্রভাবশালী এই ফুটবলারের। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও মাঠে নামার ২ মিনিটের মাঝেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মেসি।

তারপর থেকে দেশের হয়ে মেসি খেলেছেন ১৫১ ম্যাচ। আর করেছেন ৭৬ গোল। এই দুটি পরিসংখ্যানই আর্জেন্টাইন রেকর্ড। আলবিসেলেস্তেদের ইতিহাসে টপ স্কোরার যেমন তিনি, তেমনি তার ম্যাচ সংখ্যাও সর্বোচ্চ। ৭৬ গোলের সাথে মেসির ঝুলিতে অ্যাসিস্টও আছে ৪৭টি। আকাশি নীল জার্সি কেন, আন্তর্জাতিক ফুটবলেই এর চেয়ে বেশি অ্যাসিস্ট প্রোভাইডার আর কেউ আছেন বলে খুঁজে পাওয়া যাচ্ছে না।

৬৪ মিনিটে ফরোয়ার্ড লিসান্দ্রো লোপেসকে উঠিয়ে কোচ হোসে পেকারম্যান মাঠে নামান মেসিকে। বল পায়ে নিয়ে এগুতে থাকা মেসিকে টেনে ধরেন হাঙ্গেরিয়ান ডিফেন্ডার ভিলমোস ফনজাক। মেসি হাত দিয়ে তাকে সরাতে গেলে তা নজরে পড়ে রেফারির। ফনজাক হলুদ কার্ড দেখলেও লাল কার্ড দেখে শেষ হয় মেসির অভিষেক ম্যাচ।

ক্লাব ফুটবলে শিরোপা জয়ের সংখ্যা আর সেরা ফুটবলারের ব্যক্তিগত পুরস্কারের দিক দিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থাকা লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের আক্ষেপটা ঘুচিয়েছেন অভিষেকের ১৬ বছর পর, এবারের কোপা আমেরিকার শিরোপা জয় করে। ভক্তরাও নতুনভাবে স্বপ্ন দেখে যাচ্ছে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতবেন আর্জেন্টাইন সাংবাদিক হার্নান ক্যাসিয়েরির ভাষায় পৃথিবীর ইতিহাসে একমাত্র ‘দ্য ডগম্যান’ লিওনেল মেসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply