মিঠুনকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, ফিরলেন মুশফিক-লিটন-আমিনুল

|

পুরনো ছবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজের পর চলতি সিরিজেও দলে নেই তামিম ইকবাল।

বাংলাদেশ দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে না থাকা মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। যদিও এর আগে জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন তিনজনই। বাবা অসুস্থ থাকায় একমাত্র টেস্ট খেলেই দেশে ফেরেন মুশফিক। অন্যদিকে, আমিনুল বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেন এবং শ্বশুর অসুস্থ থাকার কারণে দুই টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই ফিরে আসেন লিটন। তিনজন ফিরলেও দল থেকে বাদ পড়েছেন লম্বা সময় ধরে সাইড বেঞ্চে বসে থাকা মোহাম্মদ মিঠুন।

আগামী ২৪ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। এরপর ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ২৭ আগস্ট অনুশীলনে নামবে সফরকারীরা। ঐদিনই শুরু হবে টাইগারদের অনুশীলন। দুই দলের অনুশীলন চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি খেলাগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply