অভিবাসনপ্রত্যাশীদের গুদামঘরে পরিণত হওয়ার কোনো ইচ্ছা নেই: এরদোগান

|

রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের গুদামঘরে পরিণত হওয়ার কোনো ইচ্ছা নেই তুরস্কের। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউরোপের এবার আফগানিস্তান থেকে পালানো মানুষদের দায়িত্ব কাঁধে নেয়া উচিৎ। কারণ- ইইউ’র ঠেলে দেয়া ৫০ লাখ শরণার্থীকে স্থান দিয়েছে তুরস্ক। যাদের ৩৬ লাখই সিরিয়ার নাগরিক। তাদের দায়-দায়িত্ব পালন করতেই হিমশিম খাচ্ছে সরকার।

এরইমাঝে আফগানিস্তানের সাথে লাগোয়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে দেশটি। উঁচু করেছে দেয়াল; লাগিয়েছে কাঁটাতারের বেড়া। সঙ্কট সমাধানে প্রয়োজনে তালেবান গঠিত সরকারের সাথে আলোচনা করতে প্রস্তুত তুরস্ক- এমনটাও জানান এরদোগান।

এরদোগান বলেন, লাখো মানুষের অভিবাসনের কেন্দ্রবিন্দু ইউরোপ। আফগানিস্তানের এ সংকটকালে তারা নিজ নাগরিকদের সুরক্ষায় সীমান্ত সিলগালা করে রাখতে পারে না। এটা আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, মানবিক দায়িত্ব থেকেও ইইউ মুখ ঘুরিয়ে নিচ্ছে। এ অবস্থায় ইউরোপমুখী অভিবাসীদের গুদামঘরে পরিণত হওয়ার কোনো ইচ্ছা নেই তুরস্কের। কারণ এ দায়িত্ব পালনে বাধ্য নই আমরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply