টি-টোয়েন্টির পরিকল্পনায় না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ না খেলেই নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, বলেছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনে নান্নু। তবে ব্যর্থতার বৃত্ত ভেঙে এই সিরিজে সফল হবেন সৌম্য সরকার, এমনটাই বিশ্বাস মিনহাজুল আবেদীনের।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্বাস করেন, অস্ট্রেলিয়ার মত নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ দলে তামিম ইকবালের থাকার ইঙ্গিত মিলেছে প্রধান নির্বাচকের কন্ঠে।
দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। সেপ্টেম্বরের ১ তারিখ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। প্রায় অপরিবর্তিত দল নিয়ে খেলবে বাংলাদেশ। তাই সিরিজের ফলাফলে নিজেদের আধিপত্য দেখতে চান প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়া সিরিজের উইকেট স্লো টার্নিং হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে ঘাটতি থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন জানান, বড় দলের বিপক্ষে জয় টনিক হিসেবে কাজ করবে বিশ্বকাপে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, অস্ট্রেলিয়া সিরিজের ধারা অব্যাহত রাখলে নিউজিল্যান্ডের সাথেও সিরিজ জয় করবে বাংলাদেশ। আর ধারাবাহিকতা না থাকলে কোনো কাজেই আত্মবিশ্বাসী হওয়া যায় না। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- একমাত্র জয়ই পারে সামনের দিকে এগিয়ে নিতে।
অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এবার মুশফিক-লিটনের অন্তর্ভুক্তি বাড়তি শক্তি জোগাচ্ছে স্বাগতিকদের। আর বোলিংয়ে অধিনায়ককে বাড়তি অপশন দিচ্ছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এদিকে ধারাবাহিক ব্যর্থতার পরও নিউজিল্যান্ড সিরিজের দলে আছেন সৌম্য সরকার। আর ম্যাচ না খেলেই দল থেকে ছিটকে যাওয়া একমাত্র ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এর ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, অস্ট্রেলিয়া সিরিজে ব্যক্তিগত কারণে বেশ কিছু খেলোয়াড় অংশ নিতে পারেননি। তাই ব্যাকআপ হিসেবে ছিল মিথুন। মিথুন তখন টি-টিয়েন্টি স্কোয়াডে ছিল না। আর সৌম্যর হয়তো শেষ সিরিজটা ভালো যায়নি। সেই সিরিজে সব ব্যাটসম্যানেরই কঠিন সময় পার করতে হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে আশা করি সৌম্য নিজেকে মেলে ধরতে পারবে।
সেপ্টেম্বরের ১০ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ডেড লাইন। তার আগে নিউজিল্যান্ড সিরিজের ২-৩ ম্যাচ দেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে এই সিরিজের ১৯ জনের সাথে যোগ দেবেন ইনজুরি থেকে ফেরা তামিম ইকবাল।
Leave a reply