জাবির সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মারা গেছেন

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) বিকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে তিনি মারা যান। কয়েক মাস আগে হৃদযন্ত্রের জটিলতা দেখা দিলে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। তবে ১৫ দিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে তিনি ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খন্দকার মুস্তাহিদুর রহমান ১৯৪৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুর রহমান পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। খন্দকার মুস্তাহিদুর রহমান ১৯৭১ সালে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply