আশুগঞ্জে বাসচাপায় শিশু নিহত

|

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাসচাপায় হোসেন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের ইরন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহত হাসানের স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে মহাসড়ক পারাপারের সময় সোনারামপুর এলাকায় উজানভাটি হোটেলের সামনে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply