রাজধানীতে ওয়ারীর লারমিনি স্ট্রিটে একটি গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ আগস্ট) মিনাবাজারের পাশে একটি গোডাউনে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি। তবে ভবনের কক্ষগুলো তল্লাশি শেষে এ বিষয়ে ধারণা করা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে।
Leave a reply