বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান (৬০) নামে জয়পুরহাটের এক বাসিন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) রাতে টেস্পল রোড এলাকার আমজাদিয়া বোর্ডিং নামের আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বোর্ডিংটির ম্যানেজার বুলবুল আহমেদ জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা মুশফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে হোটেলের চারতলার একটি রুম ভাড়া নেন। তিনি জয়পুরহাট থেকে ডাক্তার দেখানোর জন্য বগুড়ায় এসেছিলেন বলে জানান তিনি। পরদিন শুক্রবার তিনি কক্ষ থেকে বের হননি। বিকেলের দিকে হোটেলের কর্মচারীরা অনেকক্ষণ দরজায় কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় মুশফিকুরের লাশ উদ্ধার করে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন তারা। তার স্বজনদের খবর দেয়া হয়েছে।
Leave a reply