গুরুতর অসুস্থ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আনা হচ্ছে ঢাকায়

|

হাসান আজিজুল হক। সংগৃহীত ছবি।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ। শনিবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা কথা রয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক তার ফেসবুক স্ট্যাটাসে জানান, শনিবার সকাল ১০টায় তাকে রাজশাহী বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হবে। ঢাকায় তিনি ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটের বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা গ্রহণ করবেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন হাসান আজিজুল হক। পরিচিত মানুষদের চিনতেও সময় নিচ্ছেন তিনি। এছাড়া তার চলাফেরায়ও অন্যদের সাহায্যের প্রয়োজন হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply